28/03/2022
@notice
পূণঃনির্ধারিত ফি এর তালিকা (২৮/০৩/২০২২)

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন বিষয়ে (সকল ক্ষেত্রে নয়) বিএমএন্ডডিসি এর পূর্ব নির্ধারিত ফি এর হার বর্ধিত করা হয়েছে। বর্ধিত হারে ফি এর তালিকা নিন্মে দেয় হলো। আগামী ০১.০৪.২০২২ তারিখ হতে নতুন ধার্য্যকৃত হারে ফি গ্রহণ কার্যকর করা হবে।